ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত বিশেষ সুবিধা (জিএসপি) ফিরে পেতে দ্বিপক্ষীয় সমঝোতার ওপরই গুরুত্বারোপ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর কোনো চাপ প্রয়োগ করতে পারে না সংস্থাটি।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা সফররত ডব্লিউটিওর মহাপরিচালক রবার্ট এজেভেদো সাংবাদিকদের এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে দ্বিপক্ষীয়ভাবেই সমঝোতার উদ্যোগ নিতে হবে। ডব্লিউটিও এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, তবে কোনো চাপ প্রয়োগ করতে পারে না। একই সঙ্গে অন্যান্য দেশে কোটামুক্ত ও শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, কোটামুক্ত সুবিধা বাড়ানো কঠিন। এ ক্ষেত্রে বাংলাদেশকে আরও কাজ করতে হবে। আশা করি, কাজের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জিএসপি নিয়ে আলোচনা করতে আগামী ১০ জুন যুক্তরাষ্ট্র যাচ্ছি। সেখানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ও মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের জিএসপি সুবিধার বিষয়টি দ্বিপক্ষীয়। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি সম্প্রসারণে খুব শীঘ্রই ব্রাজিল, চিলি ও মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করা হবে।

ডব্লিটিওর বালি সম্মেলনের সিদ্ধান্ত প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, আমরা বালি ঘোষণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। সাক্ষাতে ডব্লিউটিওর মহাপরিচালক বালি ঘোষণা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জোরালো ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

(ওএস/এইচআর/জুন ০৪, ২০১৪)