স্টাফ রিপোর্টার :রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪১) নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। তিনি র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার ওয়ারেন্ট অফিসার।

শনিবার সকাল ৯টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান ৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তিনি র‌্যাব সদর দফতরে ডেপুটশনে দায়িত্ব পালন করছিলেন।



(ওএস/এস/এপ্রলি০১,২০১৬)