ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে শনিবার ঈশ্বরদীতে বৃহত্তর পাবনা আঞ্চলিক শাখার বর্ধিত সভা ও কলেজ ছাত্রী তনু সহ সকল শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকালে মানববন্ধন শেষে আঞ্চলিক শাখার সভাপতি আ.ত.ম শহিদুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

তনু ও শিশু হত্যার প্রতিবাদ, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রধান শিক।সক সিরাজ উদ্দিন বিশ্বাস, সাপ্তাহিক জনদাবি সম্পাদক আলাউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, জাসদ নেতা রশীদুল আলম বাবু ও ছাত্রলীগ নেতা যুবায়ের বিশ্বাস।

পরে কে এম বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় বৃহত্তর পাবনা অঞ্চলের বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সেলিম মালিথা, গিয়াস আহমেদ সবুজ, সাংবাদিক শেখ মহসীন, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহম্মেদ সবুজ, কে এম রইচ উদ্দিন, মনিরূল আহসান মনি, শেখ সালাহ উদ্দিন ফিরোজ, আমিনুল ইসলাম ডেভিড, ইকবাল হোসেন শেখ, শমিত জামান, রবিউল করিম রবি জহুরুল ইসলাম প্রমুখ।

(এসকেকে/এএস/এপ্রিল ০২, ২০১৬)