নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, শারিরিক মেধা ও মন-বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগীতা তথা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।

সু-শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রফুল্ল রাখতে খেলাধুলার বিকল্প নেই। শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব। এদেশের নারী সমাজ সু-শিক্ষায় এগিয়ে। এসরকার নারী শিক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছেন।

শনিবার বিকাল সাড়ে ৪টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর কুস্তা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি আবু রায়হান সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, সিনিয়র সাংবাদিক ও রণবাঘা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজির হোসেন।

এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী ফোক্কার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কাহালুর জামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন খোকন, জাসদ নেতা নান্টু মিয়া, কুস্তা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সহকারি শিক্ষক খোরশেদ আলম, জাহেদুল ইসলাম, আব্দুল বাছেদ, আফরোজা সুলতানা, আব্দুর রাজ্জাক, রাজিয়া সুলতানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ডিসপ্লেসহ শিক্ষার্থীরা শরীরে কাদা মাখিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন। এ সময় তিনি বিদ্যালয়ের উন্নয়নকল্পে ৫০হাজার টাকা অনুদান ঘোষণা করেন।

(এমএনআই/এএস/এপ্রিল ০২, ২০১৬)