মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ্য শিক্ষার্থীরা গাংনী উপজেলার গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি দিয়ে অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়।

গাড়াডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তরিফা নাজনীন জানান, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। তারপর থেকে ৫ম শ্রেণির ফিরোজ আহমেদ (১০), নয়ন হোসেন (১০), জ্যোতি (১০), ৪র্থ শ্রেণির সিয়াম (৯), নয়ন আহমেদ সহ একে একে ১২ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা: এম কে রেজা জানান, এ ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই। কেই কেইকয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে।



(এমআইএম/এস/এপ্রিল০২,২০১৬)