স্টাফ রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশবাসী অনেকেই মনে করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডে খালেদা জিয়া ইনভলব। তদন্ত করলে তার যোগসূত্র খুঁজে পাওয়া যেতে পারে।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়াম লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, জিয়া হত্যাকাণ্ডের বিচার বিএনপি করবে না। কারণ এ হত্যাকাণ্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি খালেদা জিয়া। এ জন্য বিএনপি দু’বার ক্ষমতায় এসেও জিয়া হত্যার বিচার করেনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলেও জিয়া হত্যার তদন্ত করবে না। কারণ তদন্ত করলে তাদের স্বগোত্রিয়দের ষড়যন্ত্রের কথাই দেশবাসী জানতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

(ওএস/এইচআর/জুন ০৪, ২০১৪)