স্টাফ রিপোর্টার :  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন কালে  বলেন ,উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়নি। যারা প্রশ্নপত্র ফাঁস করতে পারে, তাদের কঠিন নজরদারির মধ্যে রাখা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও তিনি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তবে এবার তিনি হলের ভেতরে না ঢুকে জানালা দিয়ে পরীক্ষার পরিস্থিতি দেখেন।

এ সময় তিনি বলেন, পরীক্ষার সময়সূচি আরও কমিয়ে আনার জন্য কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ সময় ধরে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা কাজ করে।

এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতাও কামনা করেন শিক্ষামন্ত্রী।




(ওএস/এস/এপ্রিল০৩,২০১৬)