শেখর রায় :ইউরোপের মাটিতে জন্ম নিল আন্তর্জাতিক ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ এন্ড ট্রায়াল ফর ওয়ার ক্রিমিনালস অফ 1971।

বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে তরুণ চৌধুরীর সভাপতিত্বে সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ইউরোপের একাধিক বাংলাদেশী প্রতিনিধিগণ।

শাহরিয়ার কবির তার ভাষণে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার বিপদ সম্পর্কে প্রতিনিধিদের অবগত করেন।

সুইডেনে নিযুক্ত বাংলাদেশের এম্বাসাডার গোলাম সারওয়ার বাংলাদেশ সরকারের ধর্মীয় সন্ত্রাসীদের প্রতি শুন্য সহনশীলতার কথা উল্লেখ করেন।

আলোচনায় যোগ দেন সুইডিশ সাংসদ ফ্রেদ্রিক মাম, বিচারপতি আসিফ সাহকার, কাজী মুকুল, উলফ গুস্তাফসন, এরিক হেডল্যানডসহ বিভিন্ন বক্তা।




(এসআর/এস/এপ্রিল০৩,২০১৬)