আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে জীবনে একবার হবে এটা স্বাভাবিক। একাধিক বিয়েরও প্রথা আছে। সভ্য সমাজে একাধিক বিয়েকে কিছুটা বাঁকা চোখেই দেখা হয়।

তবে অস্বাভাবিক ঘটনাও বিরল নয়। এমনই এক প্রতারক ধরা পড়েছে পুলিশের হাতে। যার বয়স মাত্র ৩৫ বছর বয়সে ৭২টি বিয়ে! এই অস্বাভাবিক ঘটনাটি ঘটিয়েছেন ভারতে নাগরিক মোহাম্মদ সিজাম। সিজাম বিহার এবং পার্শবর্তী পশ্চিমবঙ্গে এ বিয়েগুলো করেন। তাকে আটক বিহার থানা পুলিশ। সূত্র: গলফ নিউজ

পুলিশ জানায়, সিজাম পূর্ব চামপারান জেলার বাসিন্দা। সে গ্রামের সহজ সরল মেয়েদের প্রতারিত করতো। সে তাদের বলত যে সে রেলওয়ে কর্মকর্তা। এছাড়া সে তাদেরকে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখাতো।

তার পদ্ধতি ছিল সে নববিবাহিত স্ত্রীর সঙ্গে রাত্রিযাপন করতো। এরপর নানা অজুহাতে পালিয়ে যেতো। এমনও বলতো যে সে অন্য জায়গায় বদলি হয়ে গেছে এবং শিগগিরই ফেরত আসবে। তবে আর কখনও ফেরত আসতো না।

পুলিশ আরো জানায়, সে হিন্দু মেয়েদের সামনে নিজেকে হিন্দু হিসেবে প্রদর্শন করতো আর মুসলমান মেয়েদের সামনে নিজেকে মুসলিম পরিচয় দিতো।

সে একজন টিকেট চেকারের বেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। সেই সঙ্গে দুই রাজ্যের অসংখ্য মেয়েকে প্রতারিত করতো। তার নামও ছিল একাধিক। বালিগাও পুলিশ তাকে চিকনাতুয়া গ্রাম থেকে একজন গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষাপটে আটক করে।

রাজকুমার পাশওয়ান নামের একজন পুলিশ কর্মকর্তা জানান, আমি আমার জীবনে এমন প্রতারক দেখিনি। তার বউদের কেউ বুঝতে পারতো না যে সে বিবাহিত থাকা অবস্থায়ই বিয়ে করছে।

তার এসব ঘটনার গুমর ফাঁস হলো যখন সে সমস্তিপুর গ্রামের এক মেয়েকে প্রতারিত করছিলো। পুলিশ তাকে চারটি মোবাইল ফোন ও আটটি সিম কার্ডসহ আটক করে। তার ফোনগুলোকে নজরদারিতে রাখে পুলিশ যেখানে তার অসংখ্য বউয়ের ফোন আসতে থাকে।

সে আটক হওয়ার পরপরই তার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসেন প্রায় দু’ডজন মহিলা। তারা প্রত্যেকেই ভগ্ন হৃদয় নিয়ে ফিরে যান।

পুলিশ জানায় আটক ব্যক্তিটি বিহার জেলার পশ্চিম চামপারান, পূর্ব চামপারান, সিতামারহি, মুজাফফারপুর, ভাগালপুর, বিগুসারাই, পুর্নিয়া, মাধিপুরা, কিষাণগঞ্জ, আরারিয়া, কাতিহার ইত্যাদি অঞ্চলে বিয়ে করেছে। এছাড়া পশ্চিমবঙ্গের মিদনাপুর, আসানসোল, হাওরা, মালদা এবং শিলাইদহেও বিয়ে করেছে।

বিয়ে করা ছাড়াও সে শতাধিক বেকার যুবককে রেলওয়েতে চাকরি দেওয়ার নাম করেও প্রতারণা করেছে।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)