নাটোর প্রতিনিধি : নাটোরে এক হাজার পাট চাষীদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) পাট বীজ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার সময় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই পাট বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, রাজশাহী ও নাটোর অঞ্চলের উর্ধতন সহকারী পরিচালক সোলায়মান আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ সাইফুল আলম প্রমুখ। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার এক হাজার পাট চাষীকে উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়। নাটোর উপজেলা পাট অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালা ও বীজ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে।

(এমআর/এএস/এপ্রিল ০৪, ২০১৬)