ডেস্ক নিউজ : আগামী ২৮মে অনুষ্ঠিতব্য রতনদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আশরাফুল আলম সুজন।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামে জন্ম মাস্টার্সে প্রথম বিভাগ পাওয়া সুজনের। বয়সে তরুণ ও শিক্ষিত এই যুবক জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইছেন।

এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছেন আরো ৭জন। তবে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন না আওয়ামী পরিবারের সন্তান মো. আশরাফুল আলম সুজন।

সুজন জানান, ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি দীর্ঘদিন (সদ্য কমিটি হওয়ার আগ পর্যন্ত) কালুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। মেধাবী ছাত্র সুজন ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪সালে মাস্টার্সে প্রথম বিভাগ পেয়ে পাস করেন। ছাত্রজীবন থেকেই তার স্বপ্ন ছিল তিনি সাধারণ মানুষের সেবা করবেন।

সুজনের সাথে আলাপ করে আরো জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে তিনি সরকারকে সহযোগিতা করতে চান। আর তাই ইউনিয়নের বেকার তরুণ-তরুণীদের তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান গড়ে তোলার বিষয়টি তার পরিকল্পনায় রয়েছে। তিনি বাল্যবিবাহ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চান। তবে তার এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগে তাকে দলীয় মনোনয়ন পেতে হবে। দলীয় মনোনয়ন পাবেন কিনা সে বিষয়েও সুজন শতভাগ নিশ্চিত নন। তবুও ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

ভোটাররা এমন একজন শিক্ষিত তরুণকে পেয়ে খুশী। তারা তরুণ সুজনকে চেয়ারম্যান হিসেবে পেতে চান। তারা ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য সুজনের মতো একজন শিক্ষিত ও তরুণ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য আবেদন জানান।

(ওএস/অ/এপ্রিল ০৪, ২০১৬)