নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় প্রধানমন্ত্রী শহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোমবার সকালে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদুল ইসলাম খোকন।

এর আগে প্রধানমন্ত্রী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের অসুস্থতার কথা জানতে পেরে তার পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন।

আশি ও নব্বইয়ের দশকের দিকে চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন অ্যাকশনধর্মী সিনেমা নিমার্ণ করে খ্যাতি অর্জন করেন।

অভিনেতা ও প্রযোজক সোহেল রানার সহকারী হিসেবে ঢাকার চলচ্চিত্রে কাজ শুরু করেন শহীদুল ইসলাম খোকন। তার নিজের বানানো প্রথম সিনেমা রক্তের বন্দি।

শহিদুল ইসলাম খোকন নির্মিত সিনেমার মধ্যে রয়েছে লড়াকু, পালাবি কোথায়, ম্যাডাম ফুলি, ভণ্ড, সতর্ক শয়তান, বিষদাঁত, উত্থান পতন, টপ রংবাজ, ঘাতক, বীরপুরুষ, লাল সবুজ, বজ্রমুষ্ঠিসহ আরো অনেক দর্শকপ্রিয় সিনেমা।

(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০১৬)