মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা গুলিতে নিহত হওয়ার ঘটনায় পুলিশসহ ৮ জনকে আসামী করে নিহতের বাবা বাচ্চু মৃধার দায়ের করা মামলাটি আদালত স্থগিত করেছে।

মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার স্থগিত মামলাটিতে প্রধান আসামী করা হয়েছে ডিবির এএসআই এনামুল হক মন্ডলকে।

এছাড়াও অন্য আসামীরা হলেন ডিবি সদস্য মাসুদ রানা, হারুন অর রশিদ, মো. আশিক এবং স্থানীয় ইয়াকুব আলি ফকির, আইয়ুব আলি ফকির, মনি মাতুব্বর, রাসেল মুন্সিসহ অজ্ঞাত ৫/৭ জন।

স্থগিত মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরঙ্গল নুরানী মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এ সময় নিহতের দাদা মোতালেব মৃধা ভোটে এগিয়ে থাকলেও মোটা অংকের অর্থের বিনিময় ইয়াকুব ফকির নামের এক ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করলে এএসআই এনামুল গুলি করার হুকুম দেয়। হুকুম পেয়ে কনেস্টবল মাসুদ রানা গুলি করলে সুজন মৃধা নিহত হয়।

এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামী এনামুল হক মন্ডলসহ অন্য আসামীরা বাঁচার জন্য এনামুল নিজে বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলায় আরো অভিযোগ করা হয় আসামীগণ পুলিশের লোক হওয়ায় এবং অন্য আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ থানায় মামলা নেয়নি বলে মামলায় উল্লেখ্য রয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘একই ঘটনা একটি মামলাই হয়। এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে তাই কোর্ট মামলা স্থগিত করেছে। যদি নিহতের পরিবারের কিছু বলার থাকে তাহলে তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে বলতে পারে।’

বাদীপক্ষের আইনজীবি মহিদুল ইসলাম জানান, আমরা সুবিচারের জন্য আদালতে মামলা করেছিলাম কিন্তু মামলা স্থগিত করেছে আদালত। আগামীতে আমার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উচ্চ আদালতের দারস্ত হব।

এ ব্যাপারে মামলার সহযোগী আইনজীবী জামিনুর হোসেন মিঠু বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা থাকায় আদালত ২০৫ এর ঘ’ ধারায় মামলাটি স্থগিত করেছেন।

(এএসএ/এএস/এপ্রিল ০৪, ২০১৬)