মাদারীপুর প্রতিনিধি : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক আমেরিকা প্রবাসী শহীদ হাসানের আগমন উপলক্ষে সোমবার সন্ধ্যায় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে চিত্রশিল্পী (একুশে পদকপ্রাপ্ত) কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কণ্ঠসৈনিক শহীদ হাসানকে সংবর্ধনা দেয়া হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিকুর হোসেন অপু কাজী।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালেদ মোহাম্মদ জাকী, এডিএম রাসেল হোসেন বিশ্বাস, সাবেক পৌরসভার মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়িক প্যাট্রিক বাদল প্রমুখ।

অনুষ্ঠানে এই কীংবদন্তি শিল্পী অনেকগুলো গান পরিবেশন করেন। এছাড়াও স্থানীয় শিল্পী নন্দিনী হালদার, অংকিতা দাস, পূষণ, বর্ষা গান গেয়ে উপস্থিত দর্শকদের আনন্দ দেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সাংস্কৃতিককর্মী কুমার লাভলু।

(এএসএ/এএস/এপ্রিল ০৫, ২০১৬)