স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য প্রবাসী তরুণ লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের বই ‘নির্বাচিত কলাম’ প্রথম খন্ডের প্রকাশনা উৎসব ঢাকা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল সকাল ১০টায় বইটির মোড়ক উম্মোচন করবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক এবং স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহম্মদ রহমতউল্লাহ। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইয়ুথ ফোরামের সভাপতি মো: আবু সাঈদ।

উল্লেখ্য রেজাউল করিমের এই বইটিতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ১৯টি গুরুত্বপূর্ণ কলাম রয়েছে। সমসাময়িক সমস্যা, দেশের ও উপমহাদেশীয় রাজনৈতিক বিশ্লেষন, ইতিহাস, ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে লেখা কলামগুলো স্থান পেয়েছে বইটিতে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ বইটির ভুমিকায় মন্তব্য লিখেছেন।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৬)