স্টাফ রিপোর্টার : বুধবার দেশের পাঁচটি বিভাগের কিছু কিছু ও দুটি বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকালে অধিদফতরের এক পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি পশ্চিমা লঘুচাপ অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।

বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ট ৪৩ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)