সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক হাফিজ রায়হান জানান, মঙ্গলবার সকালে বড় হামকুড়িয়া এলাকায় একটি কালভার্টের নিচে পানির উপর ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর স্থানীয় ইউপি সদস্য ও মুরুব্বিদের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়।

হাফিজ রায়হান আরও বলেন, ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটানোর পর শিশুটির মরদেহ আজ ভোরে ব্রীজের নিচে ফেলে রাখা হয়েছে।

(এসএস/এএস/এপ্রিল ০৫, ২০১৬)