বরিশাল প্রতিনিধি : যুক্তরাজ্য প্রবাসী তরুণ লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের গ্রন্থ ‘নির্বাচিত কলাম’ প্রথম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ এবং বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন বরিশালে বইটির প্রকাশনা পরিষদের আহবায়ক বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবুল ও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের পিতা আলহাজ্ব কেএম আবদুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, বিদেশে বসে বাংলাদেশ নিয়ে চিন্তা করে গনমাধ্যমের স্বাধিনতা সহ লেখক আরো যেসব জনগুরুত্বপূর্ন বিষয় লিখেছেন তা নি: সন্দেহে প্রসংশার দাবীদার। বইটিতে লেখক অনেক বিষয় সমন্বয় করেছেন। তিনি বলেন বইটিতে জাতীয়তাবাদী চেতনা , ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। আমন্ত্রিত অতিথির বক্তব্যে বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দির বাবুল বইটির শুভ কামনা করেন। বিশেষ অতিথি সাবেক এমপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, বইটিতে একাধারে দেশপ্রেম, জাথীয়তাবাদী চেতনা ও ধর্মীয় মূল্যবোধের বিয়য় আলোকপাত করা হয়েছে। লেখককে এই অভিযাত্রা অব্যহত রেখে নির্বাচিত কলাম ২য় খন্ডের প্রকাশের আহবান জানান তিনি।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু বলেন, জ্ঞান পিপাসু পাঠকের চাহিদার প্রতি লক্ষ রেখে লেখক যে উদ্যোগ নিয়েছেন তাতে দেশের পাঠক সমাজ উপকৃত হবে। অনুষ্ঠানের সভাপতি বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন বলেন, লেখকের বইটিতে জলবায়ু, সাংবাদিকদের স্বাধিনতা, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ও জিয়ার ১৯ দফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যা পাঠক সমাজের জানা দরকার।

উলে¬খ্য রেজাউল করিমের এই বইটিতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ১৯টি গুরুত্বপূর্ন কলাম রয়েছে। সমসাময়িক সমস্যা, রাজনৈতিক ও উপমহাদেশীয় রাজনৈতিক বিশে¬ষন, ইতিহাস, ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে লেখা কলামগুলো স্থান পেয়েছে বইটিতে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ বইটির ভূমিকায় মন্তব্য লিখেছেন।

(আরকে/এএস/এপ্রিল ০৫, ২০১৬)