চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন স্থানে বুধবার দুপুর ১টা ২০মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৩।

ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোমিনুল ইসলাম জানান, বাংলাদেশ সময় দুপুর ১টা ২০মিনিট ১৩ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩ অর্থাৎ এটি হালকা মাত্রার ভূমিকম্প। এর উত্পত্তিস্থল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। ঢাকা আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ২৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের আবহাওয়াবিদ শরীফুল নেওয়াজ কবির জানান, চট্টগ্রামে ভূকম্পন পরিমাপের কোনো যন্ত্র নেই। তাই চট্টগ্রামের কোথায় বা কত মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলতে পারছি না। ঢাকা থেকে জানালে জানাতে পারবো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ভূমিকম্পে কোন দূর্ঘটনার খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরী ও জেলার বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)