রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমারকে বেদম মারধর করেছে ওই বিদ্যালয়েরই পিওন আলতাফ। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক বিমল কুমার জানান, সকাল ৯টার দিকে তিনি আলতাফকে স্কুলে আসতে বললে সে তাকে জানায়, ছুটির দিনে স্কুলে আসতে পারবেনা। বিষয়টি তিনি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজগর আলীকে জানাতে তার বাসায় যান। বাসা থেকে বেরিয়ে পলাশ ফিলিং স্টেশনের কাছে আসতেই আলতাফ তাকে বেধরক মারপিট করে।

তিনি আরও জানান, আলতাফ নৈশ প্রহরী কাম পিওন। তার সার্বক্ষণিকই স্কুলে থাকার কথা। স্কুলের ক্লাস ছুটি থাকলেও অফিসিয়াল কাজ বন্ধ নয়। জরুরী কিছু অফিসিয়াল কাজ করাতেই তাকে ডেকেছিলেন তিনি।

এদিকে বেশ কয়েকজন অভিভাবক জানান, আলতাফ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বলেছে, তাকে যেন ‘স্যার’ সম্বোধন করে। ছাত্র-ছাত্রীদের সাথে দুর্ব্যবহার ছাড়াও তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অফিসিয়াল কাজে জেলার বাইরে আছি। বিষয়টি আপনার কাছে শুনলাম। ফিরে ব্যবস্থা নেব।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি শুনে পিওনকে শোকজ করার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)