স্টাফ রিপোর্টার :রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া এসিডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রুপনগর থানার ওসি শহীদ ‍‌আলম জানান, তারা ঘটনা শুনে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছেন।

দগ্ধদের মধ্যে সুরুজ আলম খান (৩৫) ডান হাতে, তার স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণার (২৮) মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে, তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (৯) ডান হাতে এবং সূবর্ণার বোন নিলুফার আত্তার (৩২) ডান হাতে দগ্ধ হয়েছেন।

সূর্বণা জানান, তিনি স্থানীয় একটি গার্মেন্টে কাজ করেন। ভোরে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় মুখোশ পরা দুই যুবক ঢুকে এসিড ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার স্বামী ওই যুবকদের পাশে দাঁড়িয়ে ছিলেন। পারিবারিক কলহ থাকায় এ ঘটনায় তার স্বামী জড়িত থাকতে পারেন বলে সুবর্ণার অভিযোগ।

(ওএস/এস/এপ্রিল০৭,২০১৬)