স্টাফ রিপোর্টার, ঢাকা : বাংলাদেশের স্বার্থে যে যে স্থানে যাওয়ার দরকার সেখানে অবশ্যই যাব। এর বাইরে অযথা কোনো সফর আমরা করব না। আমাদের বিদেশ সফরে কোনো প্রকার রেকর্ড করার ইচ্ছে নেই।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।

তিনি বলেন, ৭০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়দিনের চীন সফরে যাচ্ছেন ৬ জুন। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হবে। এছাড়া আলোচনা হবে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নিয়ে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)