মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে একাত্তরের কুখ্যাত রাজাকার চাঁদ আলি শিকদারের পুত্র মিজান শিকদারকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

মহম্মদপুর উপজেলার সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্বাধীনতা স্কয়ারের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার কয়েকশত মুক্তিযোদ্ধা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার হাবিবুর রহমান, হাবিবুর রহমান মাস্টার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

তারা ১৪ মুক্তিযোদ্ধার হত্যার সঙ্গে জড়িত কুখ্যাত রাজাকার কমান্ডার চাঁদ আলি শিকদারের পুত্রের মনোনয়ন বাতিল করে স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী একাত্তরের যুদ্ধকালিন কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ম-লের মনোনয়ন দাবি করেন।

(ডিসি/এএস/এপ্রিল ০৭, ২০১৬)