স্টাফ রিপোর্টার, ঢাকা : বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) স্থাপন করা ছাড়া রাজধানীতে নতুন কোনো বাড়ি বা বাণিজ্যিক ভবনের অনুমোদন দেবে না সরকার।

বুধবার সচিবালয়ে ড্যাপ রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ইটিপি স্থাপন ছাড়া রাজধানীতে বাণিজ্যিক বা ব্যক্তি মালিকানার কোনো ধরনের বাড়ি নির্মাণের অনুমোদন দেয়া হবে না। রাজউককে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

আজ থেকেই ইটিপি স্থাপন ছাড়া রাজধানীতে কোনো বাড়ি নির্মাণের অনুমোদন দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে রাজউক গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)