মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটার বিরুদ্ধে শত শত গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছল করেছে। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার নয়ানগর ও বালুচর গ্রামের মেঘনা পাড় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা জানান, বছরের পর বছর বৈধ অনুমতি নিয়ে অবৈধভাবে বালুকেটে গ্রামের পর গ্রাম বিলিন করে দিচ্ছে বালুখেকো মহাজোট সিন্ডিকেট। তারা আরো বলেন, নদীর তীর থেকে ১০০০ মিটার গভিরের বালু কাটার অনুমতি থাকলেও তারা রাতের আধারে তীর ঘেসে ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে যায়। কিছুদিন আগে একই কায়দায় বালু কাটার ফলে বালুচর গ্রামের বিস্তীর্ন এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যায়।

এলাকাবাসী দুঃখ প্রকাশ করে বলেন, এর আগে বহুবার প্রতিবাদ করা হয়েছে, বিভিন্ন দপ্তরের স্বারকলিপিও দেয়া হয়েছে কিন্তু তাদের অবৈধভাবে বালুকাটা বন্ধ হয়নি। এরপর দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর মাহাতাব উদ্দিন চৌধুরী সাক্ষরিত একটি স্বারকলিপি দাখিল করে।


(এসএইচএল/অ/জুন ০৪, ২০১৪)