নওগাঁ প্রতিনিধি : ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায় বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশ অনেক ক্ষেত্রেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। উন্নয়নের অনেক সূচকেই বাংলাদেশ এখন অনেক দেশের চাইতে এগিয়ে গেছে।

ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের মুাক্তিযুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করেছে, উন্নয়নের ক্ষেত্রে আগামীতেও ঠিক সেভাবেই সহযোগিতা করতে চায় ভারত। শুক্রবার দুপুরে নওগাঁর মহাদেবপুর ডাকবাংলো হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

মহাদেবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনারের সহধর্মিনী পত্রলেখা চট্টোপাধ্যায়, সাবেক এমপি ওহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম তাজকির উজ জামান ও প্রবীণ মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন। এরপর ভারতীয় সহকারী হাই কমিশনার মহাদেবপুরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রঘুনাথ জিঁউ মন্দিরের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের এমপি সাধন চন্দ্র মজুমদার। মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, হিন্দু কল্যাণ ট্রাষ্টি বোর্ডের সদস্য তপন কুমার সেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা প্রমুখ।

(বিএম/এএস/এপ্রিল ০৯, ২০১৬)