নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট বাজার জামে সমজিদে যাতায়াতের রাস্তার পাশে কোন ডাস্টবিন না থাকায় এলাকাবাসী তাদের বাড়িঘরের ময়লা আর্বজনা রাস্তার ওপর ফেলছে। এতে রাস্তাটি লোকজনের চলাচলেল অযোগ্য হয়ে পড়েছে। অতীব কষ্ট করে নাকে রুমাল ধরে মুসল্লিদেরকে ওই রাস্তা দিয়ে মসজিদে যেতে হচ্ছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্র ধামইরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি ধামইরহাট পৌরসভায় অন্তর্গত ৭নং ওয়ার্ডে অবস্থিত। মসজিদের পূর্ব পাশদিেেয় একটি রাস্তা গিয়ে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তাছাড়া সপ্তাহে রবিবার হাটবার হওয়ার কারণে এ রাস্তা দিয়ে হাজার হাজার হাটুরে যাওয়া-আসা করে। দির্ঘদিন যাবত ওই এলাকায় কোন প্রকার ডাস্টবিন গড়ে না তোলার কারণে এলাকাবাসী তাদের বাড়ি ঘরের যাবতীয় ময়লা আর্বজনা প্রথমে ড্রেনে ফেলছে, পরে রাস্তার ওপর।

পরবর্তীতে পৌরসভার লোকজনও ওই ড্রেন থেকে ময়লা আর্বজনা উঠিয়ে রাস্তার ওপর ফেলছে। এতে করে ওই এলাকায় ময়লা আর্বজনা পঁচে দুর্গন্ধ হয়ে পড়ছে। মুসল্লিদের নাক ও মুখে কাপড় বেঁধে মসজিদে কষ্টকরে যেতে হচ্ছে। তাছাড়া রাস্তাটি প্রায় ২০ বছর আগে পাকা করা হলেও এখন আর পাকা রাস্তার কোন নমুনা পাওয়া যায় না। ইট-খোয়া ওঠে গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দাবি করেন আসন্ন বর্ষার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রেনের ওপর লম্বালম্বিভাবে ডাস্টবিন নির্মাণ ও রাস্তাটি পাকাকরণ করা না হলে জনগণের চলাচলের সম্পূর্ণ অনুপযোগি হয়ে পড়বে।

এ ব্যাপারে ধামইরহাট পৌরসভার মেয়য় মোঃ আমিনুর রহমান বলেন, এলাকাবাসী জায়গা দিলে অচিরেই ওই এলাকায় ডাস্টবিন নির্মাণ করে দেয়া হবে।


(আরআই/এএস/এপ্রিল ০৯, ২০১৬)