সিলেট প্রতিনিধি : বুধবার সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার আরিফ হোটেল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর পরগনা গ্রামের আলকাছ আলীর ছেলে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন জানান, হোটেলের তৃতীয় তলার ১৯নং কক্ষের ভ্যান্টিলেটারের রডের সাথে বিছানা চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলমগীরের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় কক্ষের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল।

তিনি বলেন, পেশায় সিএনজি অটোরিকশা চালক পরিচয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে হোটেলের তৃতীয় তলার ১৯নং কক্ষ ভাড়া নেন তিনি। রাতে যেকোন সময় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আলমগীরের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার স্বজন ও বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পুলিশ এ ঘটনাকে আত্মহত্যা বললেও আলমগীরকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

মৃতদেহে পচন ধরেছে উল্লেখ করে লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করে কৌশলে হোটেল কক্ষে মৃতদেহ ঝুলিয়ে রাখে।

এদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। তবে এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেন ওসি মোহাম্মদ মুরসালিন।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)