সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেছেন সিলেট দ্রুত বিচার আদালত।

জামিনের মেয়াদ না বাড়ায় তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তিনি জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান।

সিলেট দ্রুত বিচার আদালতের পিপি কিশোর কুমার কর জানান, প্রাক্তন অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরিফ ১৫ দিনের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হয়েছে। এজন্য আরিফ নিজের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন।

তিনি আরো জানান, শুনানি শেষে আদালতের বিচারক মকবুল আহসান মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জি কে গউছ এবং খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

কিবরিয়া হত্যা মামলা ও বিস্ফোরক মামলা থেকে ১৫ দিনের জামিন পেয়ে গত ২৮ মার্চ কারামুক্ত হন আরিফ।

(ওএস/অ/এপ্রিল ১১, ২০১৬)