ঘুম

কে চায় এতো স্তব্ধতা
বরং শান্তির শান্ত স্বর রাখো এই পথে।
দ্যাখোনি, প্রতিটি রাত শেষের আলোক শ্লোক ছুঁয়েই তো আসে আবার নতুন সূর্যের আলাপন...
তবুও কি সব দিনের বাণী আলোয় ঋদ্ধ হয়?
মাটির শ্লোককণা কি সাজিয়ে রাখে মুক্ত আলোর স্পর্শ আদর, তার অন্তগভীর দেশে?

আলোর বুকেও থাকে নিভৃত আঁধারের সূর্যদিন, থাকে নীরব আর্তনাদ!

তাই চলো এবার,যাই ঘুম দেশের পথে
এঁকে নেই চোখের পাতায় মৃত্যুর শীতল পদধূলি,
আমি ঘুমাবো এবার...
সেই শান্ত নদীর তীরে।


শান্তিনিকেতন থেকে