নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার তুলারাপুর ইউনিয়নের গাবতলায় আ’লীগ সমর্থীত প্রার্থীর নৌকায় এবং ব্যানারে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এলাকবাসী জানায়, সোমবার রাতে গাবতলা নামকস্থানে তুলারামপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদ এর নির্বাচনী অফিসের সামনে রাখা নৌকা ও ব্যানার পুড়িয়ে দেয় বলে অভিযোগ স্বতন্ত্রপ্রার্থী টিপু সুলতান (ঘোড়া ) প্রতিকের সমর্থকরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্বতন্ত্রপ্রার্থী টিপু সুলতান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত পাঁচ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি তারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করাবে। আমার জনপ্রিয়তার ভয়ে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস চন্দ্র বিশ্বাস নৌকায় এবং ব্যানারে অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(টিএআর/এএস/এপ্রিল ১২, ২০১৬)