নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ত্বকীর বাবা স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বি।

এর আগে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার বিকেল ৫টায় ইসির চিঠিপত্র আদান-প্রদান শাখায় তিনি আপিলের কাগজ জমা দেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তা মীর সারোয়ার মোর্শেদ জানান, রাব্বির প্রতিষ্ঠান সাইন নিটওয়্যার সোনালী ব্যাংক থেকে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা নিয়ে ঋণ নিয়ে খেলাপি হিসেবে তালিকাভুক্ত। সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখাও এ ব্যাপারে লিখিত তথ্য দিয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার। বাছাই ১ জুন। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুন।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)