বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেট জেলার বিয়ানীবাজারের ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) নয়াগ্রাম ক্যাম্পের সদস্যরা নৌকাসহ ভারতীয় সেগুন কাঠ উদ্ধার করেছে। মঙ্গলবার উদ্ধার করা সেগুন কাঠ বন বিভাগের বড়লেখা রেঞ্জ অফিসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি ও বন অফিস সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার পথে বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীর পাথারিপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নৌকাসহ সেগুন এসব কাঠ উদ্ধার করেছে বিজিবির ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিয়ানীবাজার নয়াগ্রাম ক্যাম্পের সদস্যরা। ক্যাম্পের টহল কমান্ডার নায়েক রেজাউল হাসানের নেতৃত্বে এ সময় ৪০ ঘনফুটের ৩৫ টুকরা সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার সরকারি বাজার মূল্য প্রায় ৫২ হাজার টাকা।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে বন বিভাগের বড়লেখা রেঞ্জ অফিসে কাঠগুলো জমা দেওয়া হয়।

বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস সেগুন কাঠ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১২ এপ্রিল) বলেন, ‘কাঠ উদ্ধারের ঘটনায় নয়াগ্রাম ক্যাম্পের নায়েক রেজাউল হাসান বাদি হয়ে একটি মামলা করেছেন। আটক নৌকাটি স্থানীয়ভাবে একজনের জিম্মায় রাখা হয়েছে।’

(এলএস/এএস/এপ্রিল ১২, ২০১৬)