স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রিটিশ দৈনিক সানডে টাইমস-এর দাবি, কাতারকে বিশ্বকাপের স্বাগতিক করতে ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও এএফসির সাবেক প্রধান মোহাম্মদ বিন হাম্মাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। বিশ্বকাপ আয়োজনে এই দুর্নীতির অভিযোগ সত্যি হলে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসর সরে যেতে পারে কাতার থেকে। নতুন করে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ভোট হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে সানডে টাইমস-এর আনা অভিযোগ অস্বীকার করেছে কাতার।

কাতারের দাবি, তারা সম্পূর্ণ বৈধভাবেই বিশ্বকাপের স্বাগতিক হয়েছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে দেশটির বিশ্বকাপ কমিটি বলেছে, ‘মোহাম্মদ বিন হাম্মাম কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ভূমিকা নেননি। আমরা সব ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছি।’

এদিকে এই বিষয়ে এখন তদন্ত করছে ফিফা।

(ওএস/পি/জুন ০৪,২০১৪)