স্টাফ রিপোর্টার  : ঈদের আগেই তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং ছাঁটাই বন্ধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি রোধে আগাম প্রস্তুতি হিসেবে এ নির্দেশনা দেন তিনি।

বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে এ সময়ে গার্মেন্ট শিল্প কারখানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহবান জানান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা। ঈদের আগে যথা সময়ে বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতিও দেন তারা।

শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে বিজিএমইএ সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএর পরিচালক কামাল পাশা, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মজিবুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, যুগ্মসচিব (শ্রম) ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ছাড়াও শ্রমিক নেতাদের মধ্যে সিরাজুল ইসলাম রনি, এমপ্লয়েজ অনার্স অ্যসোসিয়েশন উপদেষ্টা কাজী সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে নিবন্ধিত শিল্প করখানার মালিকদের নিজেদের মধ্যে ক্রাইসিস মোকাবিলায় বৈঠক করতে অনুরোধ জানান প্রতিমন্ত্রী। বিজিএমইএর বিকেএমইএর সদস্য ছাড়াও নিবন্ধনহীন অন্য কারখানা মালিকদের তালিকা তৈরি করতে বলেন প্রতিমন্ত্রী।

যাতে তাদের সঙ্গে সরকারের প্রতিনিধি ও বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা যায়।

(ওএস/এস/জুন ০৪, ২০১৪)