সিরাজগঞ্জ প্রতিনিধি : দলীয় নিয়ম অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলার আওয়ামীলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার এ বিষয়ে মাইকিং করে এলাকায় প্রচার করা হচ্ছে।

বহিষ্কৃতরা হলেন, চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদিয়া চাঁদপুর ইউনয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্থল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ আলম, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব।

এ বিষয়ে আব্দুল ওহাব জানান, মনোনয়ন দাখিলের আগেই পদত্যাগ করে প্রার্থী হয়েছি। বহিষ্কারের বিষয়টি তাদের ব্যাপার। রাসেদুল ইসলাম সিরাজ ও শাহ আলম বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মিদের সমর্থন আমার প্রতি রয়েছে। বহিষ্কারের বিষয়টিতো দলীয় সিদ্ধান্তের ব্যাপার।

সার্বিক বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, দলের আইন অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে এদেরকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি পত্র বুধবার কেন্দ্রীয় আওয়ামীলীগ কমিটির নিকট পাঠানো হয়েছে। এখন থেকে এই তিনজনের সঙ্গে দলীয় নেতা কর্মিদের যোগাযোগ না রাখার জন্যও বলা হয়েছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকযোগে প্রচার করা হচ্ছে।

(এসএস/এএস/এপ্রিল ১৩, ২০১৬)