মাদারীপুর প্রতিনিধি : মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান বিষয়ে সরকারের অর্জিত সফলতা জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বুধবার সকালে মাদারীপুর পৌর কলোনীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সাথে স্থানীয় জনগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সমস্যা বিষয়ে কথা বলেন।

মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপংকর বর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুনসী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা, মাদারীপুর মহিলা কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সাহানা নাসরিন রুবি প্রমুখ।

জেলা তথ্য অফিসার দীপংকর বর বলেন, পরিবার ছোট রাখলে সন্তানদের মানুষ করা সহজ হয়। ছেলে এবং মেয়ে শিশুর বিভাজন করা ঠিক নয়। সমান সুযোগ পেলে একটা মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে মা-বাবার মুখে হাসি ফুটাতে পারে।

(এএসএ/এএস/এপ্রিল ১৩, ২০১৬)