নওগাঁ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁ সদর উপজেলার বালুভরা গ্রামের কৃষক আবুল হোসেনের দেড় বিঘা জমির উঠতি বোরো ধানে আগাছা নাশক বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ওই কৃষকের অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ওই গ্রামের কৃষক আবুল হোসেনের বোরো ক্ষেত পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার শিতাসন মৌজায়। আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন বাবু জানান, ৩টি দাগে প্রায় দেড় বিঘা জমি অন্তত ৩৫ বছর আগে নওগাঁ সদর উপজেলার ঝিকরা-কেশবপুর গ্রামের জনৈক মহির উদ্দিনের কাছ থেকে কিনে নিয়ে তার পিতা যথারীতি খাজনা-খারিজ সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন এবং ভোগদখল করছেন।

হঠাৎ গত দু’বছর আগে থেকে মৃত মহির উদ্দিনের পুত্র সাইদুর রহমান, শামছুর রহমান ও কুদ্দুস জমিটি তাদের দাবি করে আসছেন। শুক্রবার জুমার নামাজের সময় ওই জমির উঠতি বোরো ধানে বিষাক্ত আগাছা নাশক স্প্রে করে তারা। এতে সমুদয় জমির ধান পুড়ে লাল হয়ে যায়। গ্রামবাসী জানায় ক্ষেতের ধান পুড়ে যাওয়ায় ওই কৃষকের মাথায় হাত উঠেছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

(বিএম/এএস/এপ্রিল ১৫, ২০১৬)