মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার পালন করা হয়েছে বাংলা নববর্ষ। দিনব্যাপী জেলার ৪টি উপজেলার বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈশাখের প্রথম প্রহরে শকুনী লেকপারের শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার ব্যবস্থাপনায় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, প্রেসক্লাবের আহবায়ক এবিএম বজলুর রহমান রুমি, দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান খান, ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ প্রমুখ।

এদিকে মাদারীপুর লেকেরপাড়ে জেলা সদর জামে মসজিদ মাঠ ও শকুনী লেকপারের শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে বৈশাখী মেলা। যেখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়াও জেলায় রয়েছে নৌকাবাইচ ও ষাঁড়ের লড়াই।

(এএসএ/এএস/এপ্রিল ১৫, ২০১৬)