স্পোর্টস ডেস্ক, ঢাকা : বুধবার আইসিসি টেস্ট ম্যাস (দণ্ড) বুঝে পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি এই ম্যাস বুঝে পান। ২০০৯ সালের পর প্রথম টেস্ট ম্যাস পেয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দল ভারত র‌্যাঙ্কিংয়ের পঞ্চমস্থানে অবস্থান করছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ব্রিসেবেনে অনুশীলন করছে। সামনের মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে তারা। ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করেছিল। ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে অস্ট্রেলিয়া।

টেস্ট ম্যাস অস্ট্রেলিয়ায় ফিরেছে। ক্লার্ক বলেছেন, ‘দলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের সেরা অর্জন এটা। অস্ট্রেলিয়ায় ম্যাস ফিরে আসায় গর্ব হচ্ছে।’

টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।

(ওএস/পি/জুন ০৪,২০১৪)