দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে চাঞ্চল্যকর মন্টু বাসফোর ও রাজন বাসফোর হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জজ-৩ আদালতের বিচারক মোঃ নুর ইসলাম এই রায় ঘোষনা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুলাই রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাহেবপাড়াস্থ জিন্না মাঠে বাবুপাড়া সুইপারকলোনীর রাজকুমার বাসফোরের পুত্র মন্টু বাসফোর ও ভাতিজা রাজন বাসফোরকে বাড়ী থেকে ডেকে এনে নৃসংশভাবে হত্যা করে। হরিজন সম্প্রদায়ের দুজন একসাথে খুন হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে নিহত মন্টুর পিতা রাজকুমার বাসফোর ঘটনার পর দিন ৭ জুলাই পার্বতীপুর জিআরপি থানায় ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

মামলার সাক্ষ্য প্রমান শেষে আদালত আজ বুধবার বিকেলে ১২ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন- বাবলু ওরফে সমুরুয়া, জুনারদি, হিরা লাল, দীপ লাল, সিংহাসন, বিসুন্দর, লাল জিত, স্বপন, কানাইয়া, দুরভয়া, দেউলিয়া ওরফে জয়নাল এবং নন্দলাল। সকলেই পার্বতীপুর বাবুপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)