পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জাতীয় সংসদের ষ্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। সম্মিলিত কৃষি উন্নয়নের মাধ্যমে তাদেরকে বর্তমান সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, এটা তাদের জন্য করুণা নয়, তাদের অধিকার। রবিবার দুপুরে তিনি উপজেলা পরিষদ চত্বরে আউস প্রনোদনা/১৬ এর আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানে ইউএনও এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার, উপজেলা আ’লীগ সভাপতি মোতাহারুল হক বাবলুসহ অনেকেই।ওই কর্মসুচীর আওতায় পীরগঞ্জের ৩৬৫ জন ক্ষুদ্র, প্রান্তিক চাষীদের মাঝেকৃষি উপকরন বিতরন করা হয়। এ অনুষ্ঠানে কৃটির শিল্প প্রশিক্ষনসহ উপকরন সহায়তা ও প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদানের উদ্বোধন করেন। এরপর শানেরহাট কে.জে ইসলাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নবীন বরন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

তিনি বলেন- বর্তমান সরকার শিক্ষা বান্ধব। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহন করে দেশ সেবায় শিক্ষার্থীদেরকে ব্রতী হতে হবে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি ফতেপুরেঅটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আনুষ্ঠনিক উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে তিনি বলেন- প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিণত করতে সরকার এ ধরনের বিদ্যালয় সারাদেশে প্রতিষ্ঠা করে যাচ্ছে। গতকাল একদিনের সরকারী সফরে তিনি সড়ক পথে ঢাকা থেকে পীরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোতে আসেন। পরে তিনি সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

(জিকেবি/এএস/এপ্রিল ১৭, ২০১৬)