নড়াইল প্রতিনিধি : নড়াইলে স্বামীর নির্যাতন সইতে না পেরে রমা মন্ডল (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে এঘটনায় স্বামী গ্রাম পুলিশ কৃষ্ণ বিশ্বাস (৩৫) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার দেবভোগ গ্রামে সেওই গ্রামের নিমাই মন্ডলের মেয়ে।

জানা গেছে, সদর উপজেলার দেবভোগ গ্রামের নিমাই মন্ডলের মেয়ে রমা মন্ডলের সাথে পার্শ্ববর্তি মালিয়াট গ্রামের মাহানন্দ বিশ্বাসের ছেলে কৃষ্ণ বিশ্বাসের বিয়ে হয়। যৌতুকের জন্য প্রায় স্ত্রীকে চাপ দিতে থাকে এ নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল স্বামী-স্ত্রীর মধ্যে। নির্যাতন সইতে না পেরে রমা মন্ডল রবিবার রাতে বাবার বাড়িতে আত্মহত্যা করে। এঘটনায় পুলিশ কৃষ্ণ বিশ্বাসকে আটক করে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুভাষ বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় গ্রাম পুলিশ কৃষ্ণ বিশ্বাসকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিএআর/এএস/এপ্রিল ১৮, ২০১৬)