পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : ৪ জুন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীর পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৩১৭ জন ভোটারের মধ্যে ২৭৪ জন ভোটার ভোটারাধিকার প্রয়োগ করেন। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম দুপুর দুইটার দিকে ভোট প্রদান করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ভোট প্রদান করেন। মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে ঘিরে পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিনত হয়।

নির্বাচনে কমান্ডার পদে চাঁদ আলী খান কলস প্রতীকে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি এবিএমএস জোহা রজনীগন্ধা ফুল প্রতীকে ৪১ ভোট ও এসএম রবিউল ইসলাম (কুসুম) ঘোড়া প্রতীকে ১২ ভোট পেয়েছেন।

এ ছাড়া সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) পদে আব্দুল কুদ্দুস প্যানেল প্রতীক কলসে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আইনুল ইসলাম হাতি প্রতীকে ৬৫ ভোট পেয়েছেন।

পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত ভোট উল্লেখ করে কমান্ডার পদে চাঁদ আলী খান ও সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) পদে আব্দুল কুদ্দুসকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন। এ সময় সমর্থক মুক্তিযোদ্ধাবৃন্দ নবনির্বাচিত কমান্ডার চাঁদ আলী খান ও সহকারী কমান্ডার আব্দুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, এর আগে কমান্ডার চাঁদ আলী খানের প্যানেলে ডেপুটি কমান্ডার পদে আমজাদ হোসেন ফটিক, সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) মোঃ শাসসুদ্দিন, সহকারী কমান্ডার (পুনর্বাসন, সমাজকল্যাণ-শহীদ ও যুদ্ধাহত) মতিউর রহমান মাস্টার, সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) হাবিবুর রহমান, সহকারী কমান্ডার (অর্থ) দেলোয়ার হোসেন, সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক) খায়রুল ইসলাম, সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ) নূরুল হক এবং কার্যকরী সদস্য পদে কাজী কবিরুজ্জামান ও আনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।