সিলেট প্রতিনিধি : টিকেট কালোবাজারি ও অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারী শফিক আহমদ, জহুর লাল দাশ ও রফিক মিয়াকে সাময়িক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই অভিযানের সময় মিজানুর রহমান মিজান নামে এক টিকিট কালোবাজারিকে হাতেনাতে ধরে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মিজান ফরিদপুর জেলার সাগর বেপারির ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, হোসাইন মোহাম্মদ হাই জকি ও মোস্তাফিজুর রহমান রহমান। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কাছে টিকিটপ্রতি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এ অভিযোগের প্রেক্ষিতে তিন বুকিং সহকারীরকে ফাঁদ পেতে হাতেনাতে আটক করা হয়।

বিষয়টি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানালে রেলওয়ে সিলেট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুর রহমান তাদের সাময়িক বরখাস্ত করেন। সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আজ মোবাইল কোর্টের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, এরপরও যদি তারা সতর্ক না হয় তবে আরও কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে। যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেল পুলিশ সজাগ আছে বলেও জানান তিনি।

(ইউডি/এএস/এপ্রিল ১৮, ২০১৬)