বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অনান্য ইউনিয়নের তুলনায় জামালপুর ইউনিয়নে ছয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রচারনা ছিলো বেশ শান্ত। কিন্তু গতকাল রাত আনুমানিক ৩.০০ ঘটিকার দিকে জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে বাংলাদেশ আওয়ামলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা পুড়িয়ে ছিয়েছে দুষ্কৃতিকারীরা।

বিষয়টি জানতে পেরে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা সেখানে এসে দেখতে পায় আওয়ামীলীগের কর্মীদের হাতে বানানো নৌকা কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে কিছু দুষ্কৃতিকারীরা।

বিষয়টি জানার পর জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শামিম মিয়া মোড়ল বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরী করে। সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মোঃ শাহিদ এবং সহকারী উপ-পরিদর্শক মেজবাউদ্দিন। তাঁরা বলেন এই ঘটনার প্রমান করে একটি মহল নির্বাচনের নাশকতার ছক করছে। বালিয়াকান্দি থানা পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে।

বালিয়াকান্দি উপ হাকিমের সাথে কথা হয়েছে বিকালে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলে সাংবাদিকদের জনানো হজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন বিষয়টি নিয়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল বে।

এলাকাবাসীর হাজার হাজার জনতার মাঝে কারা এই কাজটি করছে তাঁদের নাম প্রকাশ করলে হঠাৎ করেই গ্রেফতার আতংঙ্কে ঘরছাড়া হয়ে পরে এলাকার বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ কেউ বিনষ্ট করার চেষ্ট করলে পুলিশ তাঁকে ছাড় দিবে না তবে আপনার মাধ্যমে বালিয়াকান্দির সাধারণ মানুষকে যে বার্তাটি দিতে চাই সেটা হল পুলিশ জনগণের বন্ধু অযথা পুলিশ কাউকে গ্রেফতার বা হয়রানী করবে না।

(ডিবিডি/এএস/এপ্রিল ১৯, ২০১৬)