মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামে মঙ্গলবার দুপুরে একটি বাল্যবিয়ে বন্ধ করেছে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর।

স্থানীয় ও মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের সৌদিআরব প্রবাসী মো. ছালাম সরদারের মেয়ে খোয়াজপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী তামান্না আক্তারের সাথে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওগা গ্রামের দুবাই প্রবাসী জসিম মাতুব্বরের সাথে বিয়ে ঠিক হয়।

বিয়ের সব আয়োজন শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকতার সময় মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিক বাল্যবিয়ে বন্ধ করে দেন।

পরে কণের বাবা ও মামা মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের এসে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না এই মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, মেয়েটি খুব মেধাবী। স্কুলে তার রোল নম্বর দুই। এই বয়সে বিয়ে দিলে পড়ালেখা শেষ হয়ে যাবে। তাছাড়া ওর বিয়ের বয়স হয়নি। তাই বাল্যবিয়েটি আমরা বন্ধ করে দিয়েছি।

(এএসএ/এএস/এপ্রিল ১৯, ২০১৬)