মাদারীপুর প্রতিনিধি : মাসব্যাপী বাণিজ্য মেলা পেছানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর বণিক সমিতি। মঙ্গলবার শহরের পুরানবাজারের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন মাদারীপুর চেম্বার অব কমার্স।

সংবাদ সম্মেলনে বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন ভূইয়া লিখিত অভিযোগ সূত্রে জানান, আসছে ২২ এপ্রিল মাদারীপুর স্টেডিয়াম মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করেছে মাদারীপুর জেলা ক্রিড়া সংস্থা। মাসব্যাপী বাণিজ্য মেলার নামে র‌্যাফেল ড্র ও জুয়া চলে থাকে। যার ফলে শহরের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড বেড়ে যায়। তাই সামনে ঈদ-উল-ফিতরের পর পরবর্তী দিনে মেলা দেবার আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে।

তাদের এ দাবি মেনে না নিলে শহরের সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বণিক সমিতির সহ-সভাপতি ফরিদুল আলম শাহিন খান, সিরাজ বেপারী, চেম্বার অব কমার্স-এর পরিচালক মনিরুল ইসলাম তুষার ভুইয়াসহ অন্যরা।

(এএসএ/এএস/এপ্রিল ১৯, ২০১৬)