স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি মহল সাংবাদিক শফিক রেহমানের অপরাধকে খাটো করে দেখানোর চেষ্টা করছে।

রাজধানীর ধানমণ্ডিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ওই সেমিনারের আায়োজন করে।

বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে দাবি করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময়ে অপরাধীর অপরাধ ধামাচাপা দেওয়ার যেমন চেষ্টা হয়েছে, তেমিন শফিক রেহমানের পক্ষ নিয়ে বিএনপির শীর্ষ নেতা তার (শফিক রেহমান) অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা দাবি করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে গোলাম আাযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদের প্রত্যক্ষ নির্দেশেই মানুষ হত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এ কারণেই তাদের সর্বোচ্চ সাজা হয়েছে। একই অপরাধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বর্তমান নেতা খালেদা জিয়ারও বিচার হওয়া উচিত। কারণ জিয়ার নির্দেশেই প্রহসনের বিচারের নামে শত শত মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। আর খালেদা এখন নির্দেশ দিয়ে আাগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ মারছে। এ সময় তিনি জামায়াতের আর্থিক প্রতিষ্ঠান জব্দ, মুক্তিযুদ্ধ নিয়ে কমিশন গঠন এবং যুদ্ধাপরাধ বিচার নিয়ে বিশেষ সেল গঠনের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে বিদেশিরা দ্বৈতনীতি অবলম্বন করছে উল্লেখ করে ইনু বলেন, এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক নীতি এবং বাংলাদেশের সংবিধান মেনেই বিচার করা হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অলিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেজর জেনারেল শিকদার আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ১৯, ২০১৬)