রংপুর প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ নিহত হয়েছে। এ ঘটনায় দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছে।  তবে স্থানীয় সূত্র বলছে এ সংখ্যা আরও বাড়তে পারে। তাক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।



আজ বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ উদ্ধার করে রমেক হাসপাতালে রাখা হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দুটি বাসে মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হওয়ার খবর শুনেছি। ওসি বলেন, তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে।

বেলা ১১টার দিকে ইকরচালিতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন নারী, বাকিরা পুরুষ। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



(ওএস/এস/এপ্রিল২০,২০১৬)